রাজধানীতে একই সময়ে জামায়াতের দুই বিক্ষোভ মিছিল

  © সংগৃহীত

রাজধানীতে একই সময়ে ২টি পৃথক বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ‘নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় ও গুপ্ত হত্যার প্রতিবাদে’ আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা–কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল আটটার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকা থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতা–কর্মীরা। মালিবাগ আবুল হোটেলের কাছে গিয়ে মিছিলটি শেষ হয়। কাছাকাছি সময়ে আরেকটি মিছিল মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ গিয়ে শেষ।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার দুই সদস্য মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে রামপুরায় এবং দেলাওয়ার হোসেনের নেতৃত্বে মতিঝিলে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে দুই নেতা অভিযোগ করেন, সরকার আদালতকে ন্যক্কারজনকভাবে ব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছে।

পৃথক দুটি কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুল মান্নান, মোকাররম হোসাইন, শামছুর রহমান ও মোবারক হোসাইন, মাহফুজুর রহমান ও ফখরুদ্দীন মানিক, মহানগর নেতা আতাউর রহমান সরকার, আবদুস সালাম, আবদুর রহমান ও কামরুল আহসান, ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence