আসছে শৈত্যপ্রবাহ © সংগৃহীত
রাতে কিছুটা শীত লাগলেও দিনের বেলায় নেই বললেই চলে। শহরাঞ্চলে এই অবস্থা চলছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।
সাধারণত বছরের নভেম্বর মাস থেকেই দেশে শীতের আবহ শুরু হতে থাকে। আর ডিসেম্বরে শীত পড়ে পুরোদমে। আবার কোথাও কোথাও শৈত্যপ্রবাহও চলতে থাকে। কিন্তু এ বছরের চিত্রটা একেবারেই ভিন্ন। এবার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার (১১ ডিসেম্বর) থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। মেঘ কেটে গেলে দু'একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। এদিকে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেও শুক্রবার (৮ ডিসেম্বর) দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা, আছে সোনা-গয়নাও
আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। ডিসেম্বরের পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও দুয়েকটি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।