রাজধানীতে শুরু হচ্ছে নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

২১ নভেম্বর ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© সংগৃহীত

বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মান শিল্প সামগ্রী, কাঠ ও এর তৈরি নতুনভাবে উদ্ভাবিত আসবাবপত্র উৎপাদন শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈদ্যুতিক সরঞ্জামের অত্যাধুনিক পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২,৩ ও ৪ নম্বর হলে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর এই প্রদর্শনী চলবে।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীগুলোতে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।  

সপ্তমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ বিল্ডকন-২০২৩’ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের আর্কিটেকচারাল এবং বিল্ডিং হার্ডওয়্যার, তালা, ফিটিংস এবং টুলস, রান্নাঘর, বাথরুম, স্যানিটারি ওয়্যার, সিরামিক টাইলস টেপ অ্যান্ড সিল্যান্ট, ইপিডিএম রাবার অ্যান্ড প্রোফাইল, আর্থিং, ইউপিভিসি, কাঠের দরজা-জানালা, জিও টেক্সটাইল, ব্যাচিং প্ল্যান্ট সিভিল অ্যান্ড রোড কংক্রিট মিক্সার, নির্মাণ সরঞ্জাম, মেশিন ইত্যাদি অত্যাধুনিক পণ্য দেখতে পারবেন দর্শনার্থীরা। 

এদিকে ‘বাংলাদেশ উড-২০২৩’ দেশের একমাত্র বাণিজ্য প্রদর্শনী যেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কাঠ ও আসবাবপত্র শিল্পের সাথে সম্পর্কিত প্রযুক্তি, সংশ্লিষ্ট উপকরণ, মেশিনারি, টুলস ও গৃহসজ্জার আধুনিক পণ্য প্রদর্শন করা হয়।

সপ্তমবারের মতো আয়োজিত এবারের প্রদর্শনীতে আরো থাকবে- পার্টিকেল বোর্ড প্রোডাকশন লাইন, প্লাইউড মেশিনারি, ব্যাম্বো প্রসেসিং মেশিনারি অ্যান্ড কয়ার বোর্ড মেশিনারি, উডেন ফ্লোরিং, ল্যামিনেট, প্লাইউড, ভিনিয়ার  অ্যাব্রাসিভ-স্যান্ড পেপার শিট, ওয়াইড বেল্ট, ন্যারো বেল্ট, ম্যাটারিয়াল হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, হাইড্রোলিক হট প্রেস মেশিন লাম্বার, টিম্বার, রাউন্ড লগস, প্লাইউড, উড প্যানেলস, ভিনিয়ার কাটিং চপিং মেশিন, উড কোটিং অ্যান্ড পেইন্টস কমার্শিয়াল, মেরিন, ডেকরেটিভ, বøকবোর্ড বিডাবিøউআর, বিডাবিøউপি প্লাইউড, ম্যানুফ্যাকচার নাইভস এন্ড নাইফ গ্রাইন্ডিং মেশিনস, পিভিসি/ডাবিøউপিসি ফোমস  বোর্ডস, ডোরস অ্যান্ড ফ্রেমস, প্রোডাক্টস সোয়ান টিম্বার।
 
দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘এলপ্রোটেক’-এ বৈদ্যুতিক পণ্যের যন্ত্রপাতি, আনুষাঙ্গিক ও খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। এসব পণ্যের মধ্যে রয়েছে- ফাস্টেনার্স, পাম্পস, ক্যাবল অ্যান্ড কন্ডাক্টর, ক্যাপাসিটরস, ক্লিপস অ্যান্ড ক্ল্যাম্পস, ইলেকট্রিক্যাল ইনসুলেটিং প্রোডাক্টস ইন কম্পোজিটরসের মধ্যে এসএমসি/ডিএমসি/এফআরপি/ ইপোক্সি এবং পলিমাইড ফর এল্ভি/এমভি অ্যান্ড এইসভি অ্যাপ্লিকেশন্স, ক্যাবল-ট্রেইস, ল্যাডার টাইপ, ক্যাবল ট্রেইস, পারফোরেটেড টাইপ ক্যাবল ট্রে পিভিসি ইনসুলেশন টেপস, কেমিক্যাল আর্থিং ইলেক্ট্রোডস, জি আর্থিং ইলেক্ট্রোডস, কপার আর্থিং ইলেক্ট্রোডস, ইনজেকশন মডিউল্ড প্লাস্টিক কম্পোনেন্টস, ক্যাবল টাই ম্যানুফ্যাকচারার, ক্লিপস অ্যান্ড ক্ল্যাম্পস।

অনুষ্ঠানের আয়োজক আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, 'শুরু থেকেই বিভিন্ন স্টেকহোল্ডাররা আমাদের এই প্রদর্শনীগুলোর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ব্যবহার ও আমদানির সুযোগ পাচ্ছে। মহামারী করোনার কারণে বিগত কয়েক বছর চীন অংশগ্রহণ করতে না পারলেও এবারের প্রদর্শনীতে বিভিন্ন আকর্ষণীয় পণ্য নিয়ে দেশটি অংশ নিচ্ছে। আমরা আশা করি, একই ছাদের নিচে আয়োজিত এই তিনটি প্রর্দশনী দর্শনার্থীদের গৃহ নির্মান ও সজ্জার জন্য পছন্দের পণ্য বেছে নিতে বিশেষ সহযোগিতা করবে।'

ট্যাগ: রাজধানী
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্…
  • ১৪ জানুয়ারি ২০২৬
লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9