যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছুটিতে গেছেন

১৭ নভেম্বর ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস © ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটাতে গেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গেছেন তিনি। তবে তিনি  ছুটি কাটাবেন, নাকি যুক্তরাষ্ট্রে যাবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়টি সরকার অবগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। তিনি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ঢাকায় কর্মরত বিদেশি মিশনপ্রধানেরা স্টেশন ছাড়লে কূটনৈতিক পত্রের প্রটোকলকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) জানিয়ে যান। সদর দপ্তরেও জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতরা আসার সময়ও জানানোর পাশাপাশি যে দেশে কাজ করেন, সেখানকার সরকারকে জানিয়ে আসার রীতি রয়েছে। তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, তাও জানাতে হয়।

আরো পড়ুন: বাবাকে শেষ দেখা হলো না রিমান্ডে থাকা ছাত্রদল নেতার

বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, পিটার হাস ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে গত মাসের শেষে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়কে। গত ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। কারণ ৫ থেকে ১৪ নভেম্বর সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল পররাষ্ট্রসচিবের।

পিটার হাস ছুটিতে যাওয়ার বিষয়টি ঢাকায় বিদেশি মিশনগুলোকেও জানিয়েছেন। এ সময়ে হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কলম্বো যান।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬