মেয়ে স্বাবলম্বী হওয়া মানে পরিবার স্বাবলম্বী: শিক্ষামন্ত্রী

নিজ বাসভবনে এক অনুষ্ঠানে প্রশিক্ষণ ভাতা ও আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী
নিজ বাসভবনে এক অনুষ্ঠানে প্রশিক্ষণ ভাতা ও আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এর মাধ্যমে মেয়েরা সাবলম্বী হচ্ছেন। একটি মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী। শুক্রবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুরে নিজ বাসভবনে প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারেন নারীরা। এতে স্বচ্ছলতা আসবে। পরিবারের যে কোনো বিপদে-আপদে হাল ধরতে পারবেন তারা। নারী উদ্যোক্তা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় ২০০ জন নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০ টাকা বিতরণ করেন শিক্ষামন্ত্রী। একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার অংশ হিসেবে ১১ জনের মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি।

আরো পড়ুন: নতুন কারিকুলাম বাতিলসহ ৮ দাবি সম্মিলিত শিক্ষা আন্দোলনের

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলার সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, হেলাল হোসাইন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence