মোহাম্মদপুরে বাসে আগুন

বিএনপির দাবি পিটিয়ে হত্যা, পুলিশ বলছে পালাতে গিয়ে মৃত্যু

মোহাম্মদপুরে টাউন হল এলাকায় বিএনপি নেতার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
মোহাম্মদপুরে টাউন হল এলাকায় বিএনপি নেতার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে  © সংগৃহীত

বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিএনপি দাবি করেছে, ওই ব্যক্তির নাম মো. আবদুর রশিদ। তিনি আদাবর থানা বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।

আজ রোববার সকালে মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে পরিস্থান পরিবহন নামে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আজিজুল হক বলেন, বাসে আগুন লাগার পর ওখান থেকে একজন লোক দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে যান। এই পুলিশ কর্মকর্তার ধারণা, এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে মারা গেছেন। তবে তাঁরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবেন।

তবে বিএনপির দাবি, ওই ব্যক্তিকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক বলেন, হরতালের মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবদুর রশিদকে পিটিয়ে এবং নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ১০টার পরে যখন বাসে আগুন লাগে তখন তাঁরা একজন ব্যক্তিকে দৌড়াতে দেখেন। কিছু লোক লাঠি হাতে তাঁকে ধাওয়া করছিল। পরে টাউন হল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ওই ব্যক্তি ঢুকে পড়েন। এর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে প্রত্যক্ষদর্শীরা দেখেন, তিনি নিচে পড়ে মারা গেছেন। ওই ভবনে কেউ থাকে না। তাই তিনি কীভাবে মারা গেছেন তা কেউ জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস বলছে, মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আজ সকাল ১০টা ২২ মিনিটের দিকে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence