সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন  © সংগৃহীত

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন আবুল হোসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি জানান, মরদেহ আপাতত হিমাঘরে রাখা হয়েছে। এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি আসার পর দাফন করা হবে। তিনি স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ে রেখে গেছেন।

আরো পড়ুন: ক্যাম্পাসে ঢুকেই সিট বাণিজ্যের কবর রচনার ঘোষণা ছাত্রলীগ সেক্রেটারির

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার উপজেলার বেতগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরসপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনেও সংসদ সদস্য হয়েছেন। ১৯৯৬ সালে এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence