ফেসবুক না চালিয়ে বই পড়লে জীবনে কাজে আসবে: ভূমিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ AM
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আজকাল বইগুলো অনলাইনে চলে গেছে। ফেসবুকে মানুষের সময় চলে যাচ্ছে বেশি। ফেসবুকে অবশ্যই থাকতে হবে। তবে অধিকাংশ ইউজার ফেসবুকে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় সময় বেশি কাটায়। এটা না করে কবি-সাহিত্যিকের বই পড়লে জীবনে অনেক কাজে আসবে। ফেসবুকে আমরা একজনের সমালোচনা আরেকজন করছি। এগুলো বাস্তব জীবনে কোনো কাজে আসবে না।
শুক্রবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় এ বইমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বইমেলা উপলক্ষ্যে আয়োজিত রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলায় বিজয়ী স্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।