বিএনপি-আ.লীগের সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ  © সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। অন্যদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগে আলটিমেটাম দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই নয়াপল্টনের আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান।

সমাবেশ ঘিরে নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। তবে, সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রস্তুতি আছে।


সর্বশেষ সংবাদ