৭০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন: শিক্ষা উপমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখেছেন। সেই আস্থার ওপর ভর করে মানুষ তার প্রতি নীরবে সমর্থন দিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর পুণ্ডরীক ধামে রাধাষ্টমী উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে এই বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে, সে যুদ্ধাপরাধী চক্র থেকে শুরু করে সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার নির্দেশনা দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তি ও দানবীয় শক্তির মোকাবিলা করতে হবে।

পশ্চিমাদের সমালোচনা করে নওফেল বলেন, আমাদের মতো করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা এই বাংলাদেশে গড়ব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই পশ্চিমা শক্তিকে বারংবার সাবধান করে দিয়েছেন তাদের বিষয়ে নাক না গলাতে।

ভিসা নীতির সমালোচনা করে তিনি বলেন, কারও চোখ রাঙানিতে, কারও ভিসা বন্ধতে বা কারও বিদেশ যাওয়া আটকানোতে আমরা ভয় পাই না। আমেরিকার ছবক নিয়ে গণতন্ত্র চর্চা করার রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা করে না।

তিনি বলেন, কিছু মৌলিক প্রশ্নে আমাদের সবার ঐক্য আছে। আমাদের প্রতিবাদী হতে হবে। আমরা ভয় পাই না। আমার বাবা তিনি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মুসলমান ছিলেন। তিনি বিশ্বাস করতেন সনাতন ধর্মের যে হাজার বছরের ঐতিহ্য সেটা তার সন্তানকে শেখাতে হবে, জানাতে হবে।

নওফেল বলেন, এ জন্য তিনি আমাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছিলেন। সেখানে পড়াশোনা করেছিলাম,কিছু সময়। মৌলবাদী গোষ্ঠী আমার বিরুদ্ধে নানানভাবে অপপ্রচার করে যে আমি এখানে গোপনভাবে ইসকনের এজেন্ট হিসেবে কাজ করছি।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬