নোয়াখালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন © ফাইল ফটো
নোয়াখালীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ১২০জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদী বড় মসজিদ মোড়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের সহযোগিতায় এতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীসহ শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মোট ১২০ জনের ব্লাড গ্রুপিং করা হয়।
আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১
হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাপ্পির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইয়াসিন আলম রকি, তৌহিদুল ইসলাম রকি, ফজলে রাব্বি রাহাত, হাসান তারেক এবং মেহেদী হাসান শাওন।
ক্যাম্পেইনের শুরুতে আলোচনায় এই কার্যক্রমকে সাধুবাদ জানান ইয়াসিন আলম রকি। তিনি তরুনদের এই ধরনের কার্যক্রমে সর্বদা উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা তৌহিদুল ইসলাম রকি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। আমি সবসময় তাদের পাশে আছি।