এসএসসিতে ফেল: বাবা-মায়ের বকুনিতে শিক্ষার্থীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
নীলফামারী সদরে এসএসসি পরীক্ষায় ফেল করায় বাবা-মায়ের বকুনি সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ আগস্ট) ভোরে লক্ষীচাপ ইউনিয়নের দাঁড়িহারা গ্রামে এ ঘটনা ঘটে। শিবু চন্দ্র রায় (১৮) ওই গ্রামের নিলকান্ত রায়ের ছেলে। সে ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ফেল করে শিবু। প্রতিবেশী বন্ধুরা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রস্তুতি দেখে শিবুর বাবা-মা তাকে মাঝে মধ্যে বকাঝকা করেন। বাবা-মায়ের কথা সহ্য করতে না পেরে শুক্রবার ভোরে নিজ বাড়ির পাশে স্কুলের মাঠে বিষপান করে। স্থানীয়রা টের পেয়ে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার কারে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরীয়ার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।