উচ্চশিক্ষায় বিশ্বসেরা ১৬০ শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪৯তম

ঢাকা শহর
ঢাকা শহর  © সম্পাদিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তালিকায় স্থান পাওয়া ১৬০ টি বিশ্বসেরা শহরের তালিকায় উচ্চশিক্ষার শ্রেণিতে ঢাকার অবস্থান ১৪৯তম। সদ্য প্রকাশিত ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে এসব তথ্য উঠে এসেছে। 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান কিউএস এবারের ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্যের শহর লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। 

‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে একবারে তলানিতে রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের নাম। বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪৯তম। এবারের র‍্যাঙ্কিংয়ে ওভারঅল স্কোরে ঢাকার স্কোর ৪৪ দশমিক ১, স্টুডেন্ট ভিউ ৩৭ দশমিক ৭ এবং স্টুডেন্ট মিক্সিংয়ে ঢাকার প্রাপ্তি ৮ দশমিক ১। ফলে, তালিকায় শেষে থেকে বসবাসের যোগ্যতা হারানোর পর এবার উচ্চশিক্ষা গ্রহণের জন্য বসবাস যোগ্যতাও হারাল চারশো বছরের পুরনো এই শহর।

কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‌্যাঙ্কিং থেকে পড়ুয়ারা স্বাধীনভাবে তাদের পড়াশোনার গন্তব্য বেছে নেওয়ার নানা বিষয়ে তথ্য পেয়ে থাকেন। এর মধ্যে থাকার খরচ, জীবনযাত্রার মান, বিশ্ববিদ্যালয়ের মান এবং আগের পড়ুয়াদের অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত থাকে। 

তালিকায় শীর্ষস্থানে থাকা লন্ডন বিগত চার বছর ধরে একই অবস্থান ধরে রেখেছে। কিংস কলেজ লন্ডন এবং ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) সহ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল এই শহরে।

২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। অন্তত আড়াই লাখ জনসংখ্যা এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে থাকা অন্তত দুটি বিশ্ববিদ্যালয় থাকলে সেই শহরকে এই র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়।

৬টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং করা হয়। এগুলো হলো- ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এম্প্লয়ান এক্টিভিটি, এফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ভয়েস।

মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে লন্ডন তালিকায় সবার শীর্ষে। এরপর জাপানের টোকিও ৯৮, দক্ষিণ কোরিয়ার সিউল ৯৬.৭ পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এরপর সেরা দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৯৭.৩), জার্মানির মিউনিখ (৯৭.১), ফ্রান্সের প্যারিস (৯৬.৩), অস্ট্রেলিয়ার সিডনি (৯৬.২), জার্মানির বার্লিন ও সুইজারল্যান্ড (৯৫) এবং যুক্তরাষ্ট্রের বুস্টন।

তালিকায় এবার এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে। তালিকায় সবার শীর্ষে রয়েছে টোকিও। এতে ভারতের তিনটি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোন শহর তালিকায় জায়গা হয়নি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence