দুমকীর ২ ইউপিতে নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর জয়

মো. তুহিন আকন ও আলহাজ্ব আজহার আলী মৃধা
মো. তুহিন আকন ও আলহাজ্ব আজহার আলী মৃধা  © ফাইল ছবি

পটুয়াখালীর দুমকীতে ইউপি নির্বাচনে লেবুখালি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. তুহিন আকন ও শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আজহার আলী মৃধা বিজয়ী হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমন মিয়া। 

তিনি জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব আজহার আলী মৃধা ৭ হাজার ৩৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আমিনুল ইসলাম সালাম পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট। অপরদিকে লেবুখালি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. তুহিন আকন ৪ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহিরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬২৯ ভোট। এছাড়া আনারস প্রতীকের প্রার্থী মো. জলিলুর রহমান তালুকদার পেয়েছেন ১ হাজার ৩৭০ ভোট, চশমা প্রতীকে হাসান মাহমুদ দুলাল পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট ও আটো রিক্সা প্রতীকে মো. দেলোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৮৩১ ভোট। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমন মিয়া জানান, কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসকারিভাবে আমরা রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেছি। 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রতিটি ইউনিয়নে আমাদের বাড়তি নজরদারি ছিল এবং এখনো আছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence