২০২৫ সাল থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছর এইচএসরি যারা ক্লাস করছে, তারা সামনের বছরের পুরো ক্লাস পাচ্ছে না। তাদের এবার আগস্টে পরীক্ষা হওয়ার কথা। তারা হয়তো পরের বার পূর্ণাঙ্গ সিলেবাস পাবে। আগামীতে আমরা আশা করি পরের বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাস করতে পারব। 

শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে; তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখলে হবে না, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে। 

শিক্ষামন্ত্রী বলেন, বাসাবাড়ির আঙিনায় নানান রকমের পাত্র ফেলে রাখা হয়। এতে পানি জমে থাকে। জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে প্রতি তিন দিনে এক দিন।  যদি একটু সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে শিক্ষার্থীসহ সকলে ডেঙ্গুর হাত রক্ষা পাবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা নিয়েছি। সব বাসাবাড়িতে এ ব্যবস্থা নিতে হবে। তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাব। 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজির দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।


সর্বশেষ সংবাদ