জাতীয় ছাত্র সমাজের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

২৪ জুন ২০২৩, ০৯:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সংঘর্ষ চলাকালীন মুঠোফোনে ধারণ করা ছবি

সংঘর্ষ চলাকালীন মুঠোফোনে ধারণ করা ছবি © সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন গ্রুপ এবং স্থানীয় এমপি মসিউর রহমান রাঙ্গার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রাঙ্গা বহিষ্কার হওয়ার দীর্ঘদিন পরে প্রকাশ্যে রংপুর-১ আসনে স্থানীয় প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য আল মামুন প্রচার প্রচারণা শুরু করে। ওই উপজেলায় সম্প্রতি জাতীয় ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাঙ্গা সমর্থকদের কেউ স্থান পায়নি। এই কমিটিকে কেন্দ্র করে আল মামুনের গ্রুপের সঙ্গে রাঙ্গা গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়।

এ বিষয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন জানান, সংগঠন কারো পৈত্রিক সম্পত্তি নয়, সংগঠন চলবে সংগঠনের মত করে। যারা অস্ত্রবাজি করে জাতীয় ছাত্র সমাজে তাদের জায়গা নেই।

এ বিষয়ে জানার জন্য মসিউর রহমান রাঙ্গার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের সময় একজনকে আটক করা হয়েছিল। পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage