৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আটক ৮

বামে আহত ৩৫ প্রত্যাশী এং ডানে পুলিশ সদস্যরা
বামে আহত ৩৫ প্রত্যাশী এং ডানে পুলিশ সদস্যরা  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ জুন) রাত ৮টার পর রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন ৩৫ প্রত্যাশীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করায় দিনভর ওই এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের কথা বিবেচনা করে সন্ধ্যার পর অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা। তবে আন্দোলনরত পুলিশের সেই অনুরোধ না শোনায় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ৪ থেকে ৫ জন আহত হন। আটক করা হয়েছে ৮ জনকে।

এ বিষয়ে জানতে চাইলে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের ওপর অহেতুক লাঠিচার্জ করেছে। হামলায় আমাদের চার সহযোদ্ধা আহত হয়েছেন। এছাড়া আমাদের সংগঠনের আহবায়ক শরিফুল হাসান শুভসহ ৮/৯ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার এএসআই শ্যামল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি মাত্র থানায় এসেছি। আমার আগে যে ডিউটি অফিসার ছিল তিনি নেই। বিষয়টি খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence