নিত্যপণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

০২ জুন ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © সংগৃহীত

নিত্যপণ্যের দাম বাড়লেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার (২ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারত, মালেশিয়াসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো আছে বলে মনে করি। নিত্যপণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি। আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।

মন্ত্রী বলেন, সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কমদামে পেঁয়াজ বিক্রি করেছি।

আরও পড়ুন: বাজেট গরিববান্ধব-গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

এ ছাড়া বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করছে জানিয়ে টিপু মুনশি বলেন, আমদানি করা পণ্যের দাম বাড়লে বাজারেও এর প্রভাব পড়ে। তবে কোথাও কোথাও সমস্যা আছে। মূলত মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে বাজারে সমস্যা তৈরি করছে।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

ক্ষমা চাইলেন কোয়াব সদস্য শুভ; জানালেন নতুন সময়ও
  • ১৫ জানুয়ারি ২০২৬
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১৫ জানুয়ারি ২০২৬
ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মিরপুর, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে থাকছে না প্রাথমিক সুপারিশ
  • ১৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬