পরীক্ষার শেষদিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

২৯ মে ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ একজন।

রবিবার (২৮ মে) দুপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিরিশিরিগামী যাত্রীবাহি বাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আবু সাঈদের ছেলে জাকির হোসেন ওরফে শুভ (১৭) ও কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাওন হাসান ওরফে সুমিত (১৭)। এই দুর্ঘটনায় আহত অপরজন হলো কামারিয়া ইউনিয়নের সুরুজ আলীর ছেলে নাজমুল হাসান (১৭)।

জাকির, শাওন ও নাজমুল স্থানীয় ক্রিয়েশন মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল পূর্বধলার কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ে। রবিবার নাজমুলের ব্যবহারিক পরীক্ষা ছিল। জাকির ও শাওনের পরীক্ষা না থাকায় তারা দুজন বাড়ি থেকে মোটরসাইকেলে নাজমুলকে নিতে যায়।

পুলিশ জানায়, পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হয়। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিরিশিরিগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় জাকির। আহত অবস্থায় শাওন ও নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। এদিকে আহত নাজমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9