সেচ্ছায় অব্যাহতি নিলেন মনিপুর স্কুলের আখলাক আহমেদ

মনিপুর স্কুলের সামনে পুলিশের অবস্থান
মনিপুর স্কুলের সামনে পুলিশের অবস্থান  © সংগৃহীত

শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সেচ্ছায় সড়ে দাঁড়িয়েছেন রাজধানীর মনিপুর স্কুলের শিক্ষক আখলাক আহমেদ।

বৃহস্পতিবার (১৮ মে) স্কুলের প্যাডে অব্যাহতি পত্র জমা দেন তিনি।

অব্যাহতি দেওয়া পত্রে তিনি লিখেছেন, 'আমি আখলাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিপুর উচ্চবিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি নিলাম।'

এর আগে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিনিয়র শিক্ষক জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে আখলাক আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন এডহক কমিটির সভাপতি। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকেই মনিপুর স্কুলের মূল বালিকা বিদ্যালয় ভবনের ভেতরে অবস্থান নেন শিক্ষকরা।

জানা গেছে, আদালতের রায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক হিসেবে জাকির হোসেন দায়িত্ব পালন করছিলেন । কিন্তু প্রতিষ্ঠানটি এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তাকে অব্যাহতি দিয়ে আখলাক হোসেন নামে একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। বিষয়টির প্রতিবাদ করলে বুধবার বিকালে বহিরাগতদের দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে প্রায় ২০ জন শিক্ষক আহত হয়েছেন।

শিক্ষকরা বলেন, জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাকে অব্যাহিত দিলে একমাত্র ওই প্রতিষ্ঠানটি পারে। এর বাইরে এডহক কমিটির এভাবে কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই বৃহস্পতিবারের মধ্যে যদি এই অবৈধ চিঠি প্রত্যাহার করা না হয় তবে ক্লাস বর্জন করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেনের মোবাইলে বার বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ