কেন্দুয়ায় বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে বুকল-আয়েশ

০৫ মে ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
কেন্দুয়ায় বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে বুকল-আয়েশ

কেন্দুয়ায় বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে বুকল-আয়েশ © ফাইল ছবি

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা শাখায় বঙ্গবন্ধু পরিষদ’র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ মে) রাতে কেন্দুয়া উকিল বাড়িতে ৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে নেত্রকোনা জেলা বঙ্গবন্ধু পরিষদ।

বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার  সভাপতি ড. শওকত আকবর ফকির ও সাধারণ সম্পাদক এ বি আনোয়ার জহির আহমেদ (লিটন) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও নতুন কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জেলা কমিটির অনুমোদন নিতে বলা হয়েছে।

নতুন কমিটিতে কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ বদিউজ্জামাল বকুলকে সভাপতি ও পরিবেশ মন্ত্রণালয়ের অব. কর্মকর্তা মো: আয়েশ উদ্দিন ভুইয়াকে সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট পরিষদের অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী  প্রদীপ কুমার পণ্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসকা সুয়েটার ফ্যক্টরির পরিচালক জাহাঙ্গীর হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক কেন্দুয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এস এম রুবেল।

নতুন কমিটিতে দায়িত্ব নিয়ে সাধারণ সম্পাদক আয়েশ উদ্দিন ভুঞা জানিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু অনুসরণই নয়, এ আদর্শের বাস্তবায়নে নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, বঙ্গবন্ধু পরিষদকে তার সহযোগী হিসেবে কাজ করতে হবে। 

আর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া বদিউজ্জামাল বকুল উপস্থিত সকলকেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সক্রিয় হওয়ার আহবান জানান।

এছাড়াও নতুন কমিটির সদস্যরা কেন্দুয়া-আটপাড়া’র সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল এবং কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নতুন কমিটির অনুমোদন কপি হস্তান্তর করেন। 

গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, ১২ ফেব্রুয়ারি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬