বাবার ইচ্ছায় নববধূকে হেলিকপ্টারে বাড়িতে নিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
রাজধানীর উত্তরা থেকে নববধূকে হেলিকপ্টারে করে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে উড়িয়ে নিয়ে গেছেন রাকিব নামে এক যুবক। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে কনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়।
সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিজ বাড়িতে নিয়ে যান গাজীপুরের ছেলে রাকিব। বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে কনে নিয়ে যাওয়ার আয়োজন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় কাঠ ব্যবসায়ী শামসুল হকের ছেলে রাকিব। তিনি রাজধানীর উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলোজিতে পড়াশোনা শেষ করেছেন। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
রাকিব জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে এনেছেন নববধূকে।