রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র গন্ধ, যা বলছে মন্ত্রণালয়

২৫ এপ্রিল ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছড়িয় পড়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছড়িয় পড়েছে © ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাতের এ ঘটনার পর কারণ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রণালয় বলেছে, ‘তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।’ তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬ তুলে ধরা হয়েছে।

রাত ১২টার পর ফেসবুক পোস্টে মন্ত্রণালয় আরও বলেছে, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে।’

মন্ত্রণালয়ের পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনিও আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রতিমন্ত্রী লিখেছেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ 

তবে প্রতিমন্ত্রী যখন ফেসবুক পোস্ট দেন, তখন বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেকে ফেসবুকে পোস্ট দেন। অনেকে অভিযোগ করেন, তিতাসের জরুরি যোগাযোগের নম্বরে ফোন করে সংযোগ পাননি।

রাত ১১টার পর বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধের খবর আসতে থাকে। মগবাজার, ইস্কাটন, রামপুরা, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, মহাখালী, পূর্ব রাজাবাজার, ক্রিসেন্ট রোড ও হাজারীবাগের বাসিন্দারা গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কথা জানান।

বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে চুলা না জ্বালানো ও দেশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়। প্রথম গ্যাস ছড়িয়ে পড়ার খবর আসে রামপুরা থেকে। স্থানীয় বাসিন্দারা জরুরি সেবার ৯৯৯ নম্বর–এ ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। 

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন। বিষয়টি তিতাসকে জানিয়েছি। তারা পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9