পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
প্রায় সাড়ে ৯ মাস পর ঈদের ছুটির দ্বিতীয় দিনে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে নির্দিষ্ট লেন ধরে মোটরসাইকেল চলাচল শুরু হয়।
একটি বুথ দিয়ে টোল আদায়ের কথা থাকলেও ভিড় কমাতে দুটি বুথ থেকে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।
সেতু বিভাগের যুগ্মসচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘প্রতি মিনিটে দুটি বুথ থেকে ২৫-৩০টি মোটরসাইকেল সেতুতে উঠছে।’
সেতু বিভাগ সূত্র জানিয়েছে, চালু হওয়ার পর কত দিন মোটরসাইকেল চলবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো অঘটন বা বড় কোনো দুর্ঘটনা না ঘটলে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে। সেতুর দুই পাশে অস্থায়ী বেড়া দিয়ে দুটি লেন তৈরি করা হবে। এর ভেতর দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। সেতুর মুখে মোটরসাইকেলের টোল আদায়ের জন্য আলাদা বুথ খোলা হচ্ছে।
গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। সেই রাতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।