ছাত্রলীগের সাবেক নেতার বিরূদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  © সংগৃহীত

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন করেছে তার নিজ এলাকাবাসী। বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রথম গলির সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. রনি, মোছাম্মৎ মেরিনা, শিশির মিঠু ও মোহাম্মদ জাবেদ প্রমুখ। এ সময়   অংশগ্রহণকারীরা অসীম দেওয়ানের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

আরও পড়ুন: রাবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বক্তারা বলেন, অস্ত্র ব্যবসায়ী, অপহরণকারী, ধর্ষণে অভিযুক্ত ও মাদকসেবী অসীম দেওয়ানকে সাধারণ মানুষ এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছিল। আবার সে কেন সিটি নির্বাচন ইস্যুতে বরিশাল আসার পায়তারা করছে। এর প্রতিবাদে এবং তার আগমন ঠেকাতে এই মানববন্ধন করেন তারা। 

মানববন্ধন শেষে একই দাবিতে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী অপহরণের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তাকে মহানগর সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!