আমগাছে জড়ানো বৈদ্যুতিক তারে প্রাণ গেলো দুই সহোদরের

১২ এপ্রিল ২০২৩, ০৮:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
সন্তানের মৃত্যুতে আহাজারি করছেন বাবা মারফত। ইনসেট বৈদ্যুতিক তার জড়ানো আমগাছ।

সন্তানের মৃত্যুতে আহাজারি করছেন বাবা মারফত। ইনসেট বৈদ্যুতিক তার জড়ানো আমগাছ। © সংগৃহীত

চুরি ঠেকাতে আমগাছে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন  প্রতিবেশী। আর খেলার ছলে সেই বিদ্যুতের তারে পেচিয়ে মারা গিয়েছেন সহোদর দুই ভাই। বুধবার (১২ এপ্রিল) ডেমরার বামৈল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বামৈল এলাকায় আম চুরি ঠেকাতে গাছের চারদিকে বিদ্যুতের তার পেঁচিয়ে রেখেছিলেন প্রতিবেশী দিপু। বুধবার সহোদর দুই ভাই- আরিয়ান মিয়া (৮) ও রায়হান মিয়া (২) প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত আরিয়ান ও রায়হান সিলেটের বিশ্বনাথ থানার দ্বন্দনানিক গ্রামের ভ্যানচালক মারফত আলীর ছেলে।

দুই সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা মারফত বলেন, প্রতিবেশী দিপুর বাড়িতে খেলতে যায় দুই ভাই। প্রতিবেশীর বাড়িতে থাকা গাছের আম পারতে কেউ যেন যেতে না পারে সেজন্য বাগানের চারদিকে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখা হয়েছিল। আমার দুই বাচ্চা ওই বাগানে খেলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যাংক কলোনি সাধুর মাঠ এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াসির আরাফাত, তিনি জানালা দিয়ে দেখতে পান, পাশের বাড়ির আমগাছের নিচে ২ শিশু উপুড় হয়ে পড়ে আছে। সন্দেহ হলে তিনি সেখানে গিয়ে দেখেন, গাছের নিচে বিদ্যুতের তার পেঁচানো। তখন আশপাশের লোকজনের সহায়তায় শিশু দুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইয়াসির আরাফাত বলেন, আমি একজন কর্মজীবী মানুষ। দুপুরে বাসায় খেতে এসে দেখি আম গাছের পাশে দুই শিশু অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের দুই পায়ে বিদ্যুৎ লেগেছে বোঝা যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় আম গাছের মালিকের বাড়িতে স্থানীয় জনতা হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ২ ভাই। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তারা।আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ইতোমধ্যে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

তবে অভিযুক্ত দিপু পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

ট্যাগ: বিদ্যুৎ
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তি এড়…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি বসুন্ধরা গ্রুপে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9