হাইমচরে মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন শিক্ষামন্ত্রীর

ভবন উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী
ভবন উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী  © টিডিসি ফটো

চাঁদপুরের হাইমচর উপজেলায় মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক  ভবন উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ৩ ঘটিকায় হাইমচর উপজেলা গন্ডামারা মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় চতুর্থ তলা বিশিষ্ট  ভবন উদ্বোধন করেন। ভবন  উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত, হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা  উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন প্রধানিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, উপজেলা আ'লীগের  সহ-সভাপতি এমএ বাশার, জেলা পরিষদ সদস্য  ও প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রাজু পাটওয়ারী সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ