রাজধানীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৯:২৯ PM , আপডেট: ২২ মার্চ ২০২৩, ১০:১৯ PM
রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাস-ট্রেনের ধাক্কায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: অপকর্মের সাথে জড়িতদের ছাত্রলীগের নেতা বানানো যাবে না: কাদের
তিনি আরও জানান, রেলক্রসিংয়ে সংঘটিত দুর্ঘটনায় রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। দ্রুত লাইনটি ক্লিয়ার করার কাজ চলছে বলেও জানান তিনি।
তবে সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন বাসটি খালি থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।