আন্তর্জাতিক নারী দিবস

চট্টগ্রামে ভিবিডির উদ্যোগে ‘শেপিং দা ফিউচার’ আয়োজিত

শিক্ষার্থীদের সাথে ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবকরা
শিক্ষার্থীদের সাথে ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবকরা   © টিডিসি ফটো

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ নগরীর সিডিএ তে অবস্থিত আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভিবিডি চট্টগ্রাম জেলা আয়োজন করেছে 'শেপিং দা ফিউচার' নামক ইভেন্ট । যেখানে ৬০ জন স্বেচ্ছাসেবক ও ৬০ জন শিক্ষার্থীসহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন।

উক্ত ইভেন্টে বিদ্যালয়ের অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, প্রযুক্তি ও উদ্ভাবনে নারীদের অবদান, অনলাইন ও অফলাইন সিকিউরিটি এর উপর সেশনের আয়োজন করা হয়। যার মাধ্যমে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা প্রযুক্তি ও উদ্ভাবনে নারীদের অবদান সহ কিভাবে নারীরা অনলাইন ও অফলাইনে অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে তা সম্পর্কে ধারনা লাভ করেন।

আরও পড়ুন: এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কাল

এছাড়া ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবী নাজাহ নওরিন নিহা, ফারজানা আক্তার মিমি সেল্ফ ডিফেন্স কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের আত্নরক্ষায় প্রাথমিক কৌশল রপ্ত করান। 

ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আনসারুল হক মাহমুদ, সাধারণ সম্পাদক ইবতিদ ইয়াছার জিনান, কোষাধ্যক্ষ সুমি আক্তার, প্রকল্প কর্মকর্তা তাহসিনা আক্তার আরশি, মানব সম্পদ কর্মকর্তা আহনাফ সাফিন ও জনসংযোগ কর্মকর্তা তানবীন মাহবুবা এর সার্বিক তত্ত্বাবধানে ও প্রজেক্ট লিডার মাইশা ইসলাম, ফারজানা আক্তার  ও নুসরাত জাহান তানি এতে উপস্থিত ছিলেন। এছাড়া আগ্রাবাদ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence