দুদকের অভিযোগ ছিঁড়ে ফেলার কথা বলে ভাইরাল ডা. প্রাণ গোপাল দত্ত

১১ জানুয়ারি ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাইল ছিঁড়ে ফেলার কথা জানালেন ওই আসনের (কুমিল্লা-৭) সংসদ সদস্য (এমপি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত। এ সংক্রান্ত তার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি চান্দিনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন শেষে বিকেলে উপজেলা সদরে অবস্থিত সাবেক পৌর মেয়র মফিজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে যান এমপি ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় তার সাথে বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ডিডিও’র শুরুতে এমপি প্রাণ গোপালকে বলতে শোনা যায়, ‘এ আসন আমি কাউকে দেব না, আমি পারি না আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে তোমাদের নিয়ে অফিস দখলে নিতে?’

এ সময় সেখানে উপস্থিত এক আওয়ামী লীগ নেতা বলেন ‘আপনি মেয়র সাহেবকে (মফিজুল ইসলাম) ওপেন করতে পারেন না?’ জবাবে ওই সাংসদ বলেন, ‘এখানে ওপেন ক্লোজ বড় কথা না। বড় কথা হচ্ছে, আমি বলতে পারি আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, বরং আরও অনেক উপকার করে ফেলেছি।’

সাবেক ওই মেয়রের এডিবির কাজের দুদকে অভিযোগের প্রসঙ্গে টেনে এমপি বলেন, ‘এডিবির কাজের বিষয়ে তদন্ত গিয়েছিল। বহু লোকে লিখছে, তোমার ( মফিজ) ঘরের লোক লিখছে। সেই জিনিসপত্র ( অভিযোগ) ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন থেকে, অসুবিধার কি আছে।’

ওই কার্যালয়ে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক পৌর আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, দুদকের অভিযোগ তদন্তের আগে ছিঁড়ে ফেলা কথাটি হয়তো অসাবধানতাবশত বলেছেন এমপি। এ আসন কাউকে দেবেন না তাও বলেছেন- একজন এমপি হিসেবে হয়তো এসব কথা বলা উচিত হয়নি তার।

এ বিষয়ে এমপি ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। এটি এডিট করে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এমপি প্রাণ গোপালের ভিডিও ভাইরালের ঘটনায় কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী ম্যানশনে ওই সভা হয়।

এদিকে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বক্তব্য সুপার এডিট করে ভাইরাল করার হয়েছে বলে দাবি করে বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।

বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম আরও বলেন, আমি চান্দিনা পৌরসভার মেয়র ছিলাম। ওই সময় আমার কাছের এমনকি পরিবারের লোকজনও আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে এমপি মহোদয়ের কাছে গিয়েছিলেন। তিনি মিথ্যা ওইসব অভিযোগ ছিঁড়ে ফেলেন। এই কথাটিকেও একটি কুচক্রী মহল দুর্নীতি দমন কমিশনের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। আমি ওই ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

ট্যাগ: ভাইরাল
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার আলোচিত কিছু ভব…
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9