করোনায় সংক্রমণের তথ্য প্রকাশ করবে না চীন

২৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
চীনে করোনায় সংক্রমিত হচ্ছেন ১০ লাখের মানুষ

চীনে করোনায় সংক্রমিত হচ্ছেন ১০ লাখের মানুষ © সংগৃহীত

এখন থেকে করোনায় সংক্রমণ ও শনাক্তের তথ্য প্রতিদিন প্রকাশ করবে না বলে ঘোষণা করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাস শুরু হওয়ার পর ২০২০ সালের শুরু থেকে  চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) করোনায় সংক্রমিত হওয়ার তথ্য দৈনিক প্রকাশ করছিল। 

 এনএইচসির এক বিবৃতিতে বলা হয়েছে, গবেষণার জন্য করোনা-সংক্রান্ত তথ্য চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সরবরাহ করবে। তবে সিডিসি কত দিন পরপর কোভিড-সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে, তা জানানো হয়নি।

চীনে সম্প্রতি ব্যাপক হারে করোনায় সংক্রমণও শনাক্তের পরিমাণ বেড়েছে। দেশটিতে করোনা-সংক্রান্ত বিধিনিষেধ জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে পর্যাপ্ত তথ্যের অভাবে সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

সর্বশেষ করোনাভাইরাসে সংক্রমণ হয়ে মৃত্যুর কোনো খবর দেয়নি এনএইচসি। যদিও বিশ্বব্যাপী স্বাস্থ্যবিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন।

ব্রিটিশভিত্তিক স্বাস্থ্যবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এয়ারফিনিটির সাপ্তাহিক হিসাব বলছে, চীনে গড়ে প্রতিদিন পাঁচ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। করোনায় সংক্রমিত হচ্ছেন ১০ লাখের বেশি মানুষ। নভেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের রেকর্ড হতে থাকে। এনএইচসি এ মাসে উপসর্গবিহীন রোগীদের করোনা রোগী হিসেবে অন্তর্ভুক্ত করেনি। ফলে করোনায় প্রকৃত রোগীর সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬