বাইকে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুুই স্কুলছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। এছাড়া মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।
তারা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।
জানা যায়, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইল ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মুখমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাবিক ও সুমনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় সিয়ামকে টাঙ্গাইল মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই স্কুলছাত্রের অকাল মত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল হাসপাতালে ভিড় জমান। নিহত দুই স্কুল ছাত্র তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান বলে জানা গেছে।