আবারও বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

১২ ডিসেম্বর ২০২২, ০২:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
আবারও বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

আবারও বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা © সংগৃহীত

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার নজরে আসে বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন। এরই প্রেক্ষিতে দেশটি ফের বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান গত ১০ ডিসেম্বর। এর আগে আর্জেন্টিনা বাংলাদেশে থাকা তাদের দূতাবাস বন্ধ করেছিল ১৯৭৮ সালে।

কাফিয়েরো স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন। টুইটে কাফিয়েরো স্মরণ করিয়ে দেন আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা।

এ বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়েছে দেশটি। তারা বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে তাদের প্রতিবেদনে।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করে। বিশেষত, বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬