মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সানি, জীবন বাঁচাতে বাবার আকুতি

মোহাম্মদ সানি খাঁন
মোহাম্মদ সানি খাঁন  © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মোহাম্মদ সানি খাঁন (১৬)। আইসিইউতে চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

মোহাম্মদ সানি খাঁন নরসিংদী সদর উপজেলার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার ছাত্র। ২০২২ সালের দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে জিপিএ-৪.৪২ পেয়ে উত্তীর্ণ হয়। সানি নরসিংদীর রায়পুরা থানার চরসুবুদ্দি গ্রামের সগিরের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার নরসিংদীর বাবুরহাটে বাস থেকে নামার সময় অন্য বাসের সাথে ধাক্কা লেগে আহত হয় সানি। আহত অবস্থায় তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেয়। এর পর তাকে ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়। তবে এখনো তার জ্ঞান ফেরেনি।

সানির বাবা সগির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিইউতে চিকিৎসার ব্যয়ভার মেটানো তাদের পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। আমার মতো নিম্নবিত্ত মানুষের পক্ষে এতো টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

সানিকে সহযোগিতা পাঠাতে

০১৮২২৭৫১২১১ (মা)

০১৮৮৪৬০৫৪৩৯ (বাবা)

নগদ-০১৯৩৭৬৩৩৩২৬ (মা)

ব্যাংক একাউন্ট নাম্বার-(মা)
MRS NASIMA
Account Number- 20501190205337806
Islami Bank,Narsingdi Branch


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence