নয়াপল্টনের ঘটনা ঘটার আগেই খবর ওয়াশিংটন চলে গেছে: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার কোনো ধরনের সংঘাত চায় না। অনেকের ইচ্ছে একটা লাশ পড়ুক। লাশ পড়লে ওরা খুব খুশি হয়। তখন পাবলিক সেন্টিমেন্ট পাওয়া যায়। গতকালের ঘটনাটি ঢাকায় ঘটার আগেই ওয়াশিংটনে চলে গেছে।

গতকাল নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী বিচে এক অনুষ্ঠান শেষে এবিষয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি করা ব্যক্তির পরিচয় মিলেছে

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কিছু দিন আগে কপ-২৭ এ মিশরে গিয়েছিলাম। ওখানে সরকারের কথা ছাড়া কেউ কোনো কথা বলতে পারে না। বাংলাদেশ ইজ নট লাইক দ্যাট। আর এখানে কতগুলো প্রাইভেট টেলিভিশন রয়েছে। নো ওয়ান ইজ আন্ডার প্রেসার।

তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় কোনো সংঘাত না হোক, আমরাও সংঘাত চাই না। তবে আমেরিকায়ও রাস্তায়, হোয়াইট হাউজের সামনে ও বড় জনসভায় আমেরিকান সরকার রাজি হবে না। নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় সভা করার ক্ষেত্রে দে উইল নট অ্যালাউ। দেয়্যার ইজ অ্যা রুল, সিস্টেম। আমরা আমাদের পথচারীদের বাধা দিতে চাই না, বিঘ্ন দিতে চাই না। বিএনপি ডেমোনস্ট্রেশন করতে চান, সম্মেলন করতে চান। নিশ্চয়ই হলের ভেতরে করতে পারেন, মাঠের মধ্যেও করতে পারেন। কারণ বাংলাদেশের সব লোকের কথা বলার অধিকার আছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কবার্তার তিনি জানান, আগে ব্রিটিশরা দিয়েছিল। আসলেই দেশের অবস্থা কি খারাপ? দেশের অবস্থা মোটেই খারাপ না। এইটা আতঙ্ক ছড়ানোর জন্য কেউ কেউ দিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence