হাওয়া ভবনের কসাই বাহিনীর বিচার হবে: শিক্ষা উপমন্ত্রী

৩০ নভেম্বর ২০২২, ০৮:৩১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘হাওয়া ভবনের সৃষ্ট কসাই বাহিনীকে অচিরেই বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৯ নভেম্বর)) ছাত্রলীগের একে সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করে সারা দেশে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার চক্রান্ত শুরু করে। খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদদে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের অসংখ্য দক্ষ নেতাকর্মীকে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

‘‘এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিনকে বিদেশ থেকে কৌশলে ডেকে এনে নৃশংসভাবে হত্যা করে হাওয়া ভবনের সৃষ্টি কসাই বাহিনী। এই কসাই বাহিনীর নেপথ্যে যারা ছিল তাদেরকে অচিরেই বিচারের কাটগড়ায় দাঁড়াতে হবে।’’

মহিম উদ্দিন মহিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহীদ মহিম স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সোমবার রাত ১২টায় নগরীর গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন মহিম উদ্দিন মহিমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি এবং আজ নগরীর জিইসি মোড়স্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কবর জিয়ারত এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন: হারিকেন-কুপিবাতি এখন ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে হয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন আবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান ও সাবেক ছাত্রনেতা অশোক চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের বড় ভাই গিয়াস উদ্দিন। 

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরণের সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। তারা এদেশে অবস্থিত বিদেশী দুতাবাসগুলোতে ধর্ণা দিয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে জড়িত। বর্তমানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশী বিদেশী বিভিন্ন সংস্থা গোষ্ঠী চক্রান্ত ও ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এসকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সচেতন থেকে রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে জামায়াত প্রচারণায় বিএনপি কর্মীদের হামলা
  • ২৮ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইলে জামায়াত প্রচারণায় বিএনপি কর্মীদের হামলা, ১১ দলের …
  • ২৮ জানুয়ারি ২০২৬
 নলকূপের গর্ত থেকে আড়াই ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশুটি মারা গে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে: মেজর হাফিজ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage