আজ থেকে ঘরে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১০:৪১ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ১০:৪১ AM
ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। অনলাইনে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুবিধা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গ্রাহককে শুধু একবার পরীক্ষা দিতে বিআরটিএ কার্যালয়ে যেতে হবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আলাদা দুটি আবেদনের পরিবর্তে অনলাইনে কম্বাইন্ড ফরম ১৬ নভেম্বর (বুধবার) থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (বিএসপি) চালু হবে। আবেদনকারীকে ৩-৪ বারের পরিবর্তে একবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য যেতে।
আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন নিয়ম
এ সিস্টেম থেকে আবেদনকারী ঘরে বসেই অনলাইন ভেরিফিকেশন বেইজড কিউআর কোড সম্বলিত লার্নার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দেওয়া, কিউআর কোড বেইজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ পাওয়া ও আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। ডাকযোগেও স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।
এ জন্য বিআরটিএ সার্ভিস পোর্টালে (https://bsp.brta.gov.bd) জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে আইডি খুলতে হবে। যেকোনো অভিযোগ বা পরামর্শ থাকলে info@brta.gov.bd-ইমেইলে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে ঘরে বসেই।