সরকার মানুষের ভাত-ভোটের অধিকার কেড়ে নিয়েছে: লাকী

পথসভায় বক্তব্য রাখছেন স্লোগান কন্যা লাকী
পথসভায় বক্তব্য রাখছেন স্লোগান কন্যা লাকী  © টিডিসি ফটো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার অভিযোগ করে বলেছেন, সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার দুর্নীতিবাজ, আমলা, লুটেরা রাজনীতিবিদ, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। জনগণের কাছে এরা দায়বদ্ধ নয়।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলওয়ে স্টেশনে সিপিবির উদ্যোগে ‘দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার দাও’ দাবিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্লোগান কন্যা লাকী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বাজার অর্থনীতি অব্যহত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয় ক্ষমতাও তার নাগালের বাইরে চলে গেছে।

সরকার সিপিবির কথা শুনছে না অভিযোগ করে লাকী বলেন, ‘দাম কমাও-জান বাঁচাও’ এই প্রতিপাদ্যে দীর্ঘদিন যাবত আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন করছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার কর্ণপাত করছে না। তাই সময় এসেছে দেশের জনগণকে এক হয়ে আন্দোলন নেমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।

আরও পড়ুন: 'বেলা চাও' থেকে বিপ্লবের ফুল, গাইলেন লাকী ও শতাব্দী

এছাড়া পথসভায় বক্তব্য রাখেন নসিপিবির জেলা কমিটির সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি,  সাধারণ সম্পাদক রমজানুজ্জামান রজমান, সদস্য ইউনুছার রহমান, আক্কেলপুর উপজেলার সাধারণ সম্পাদক হাছান সরদার প্রমুখ।

জেলা সিপিবির সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি বলেন, গা ফাটা, পা ফাটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেয় আর সেই শ্রমের টাকা  নিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার হরিলুট করে। এজন্য কি আমরা দেশ স্বাধীন করেছি। আা বাংলাদেশে স্বাধীনতা কোথায়? জোট বাঁধার সময় এসেছে এই ভোটারবিহীন সরকারকে হটাতে হবে। এখন থেকেই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলার সিপিবির সাধারণ সম্পাদক হাছান সরদার বলেন, দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তার জন্য আমাদের পার্টি সারাদেশে পথসভার কর্মসূচির ঘোষণা করেছে। তারই অংশ হিসাবে আজকের এ কর্মসূচি। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন আমাদের পথসভায় বাধা প্রদান করেছে। সরকার এখন পথসভাকেও ভয় পায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence