ফখরুলের আসনে মনোনয়ন পেলেন শিবির সভাপতি দেলোয়ার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৮:০৯ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২২, ০৮:৫১ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে আসন ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন। জামায়াত থেকে তাকে ওই আসনে নির্বাচন করার জন্য মনোনয় দেয়া হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার আয়োজনে থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি একথা বলেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে জুলুম নির্যাতন, হিংসা বিদ্বেষ, স্বৈরাচারী সরকারের কালো থাবা চেপে বসেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সমাজ-দেশ-রাষ্ট্রে সৎ নেতৃত্ব। সমাজে চেপে বসা জুলুম নির্যাতনের বিপরীতে সুখ শান্তি প্রতিষ্ঠা, সুন্দর ও আধুনিকায়ন ঠাকুরগাও শহর গড়তে সৎ নেতৃত্বের ভূমিকা অপরিসীম। এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যুগে যুগে কালে কালে ছাত্রসমাজের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই সুন্দর সমাজ বিনির্মাণে উন্নত ক্যারিয়ার গঠনের মাধ্যমে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন: যেসব বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি নোবেলজয়ী
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে আগামী নির্বাচনে দেশের ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে দেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করছে। আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যেই আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী দুঃশাসনের হাত থেকে জনগণ মুক্তি চাই। আমরা সেই মুক্তির জন্য আন্দোলনে নেমেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আমরা দেশ ও জনগণের কল্যাণে নানামুখী কাজ করে যাচ্ছি।’
এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেনের ভাই।
এদিকে, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় নিজস্ব নাম ও প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে করতে পারবে না জামায়াতের প্রার্থীরা। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েই লড়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি। ইতিমধ্যে ১২০ আসনের প্রার্থী চূড়ান্তও করেছে দলটি।