এক নৌকায় ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, বিক্রি ১৩ লাখে

১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ PM
সাগরে ধরা পড়া ইলিশ মাছ

সাগরে ধরা পড়া ইলিশ মাছ © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নৌকায় ৫৯ মণ ইলিশ ধরা পড়েছে। সেগুলো নিলামে ১৩ লাখ তিন হাজার ৯০০ টাকায় বিক্রি করেছেন ভোলার মনপুরার জেলেরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে ইলিশ বিক্রি করা হয়।

ট্রলারের মালিক উৎফুল মাঝি বলেন, তারা ১২ জন জেলে মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যান। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঘাটে ফিরতে পারেননি। সাগর প্রচণ্ড উত্তাল ছিল। তবে সৃষ্টিকর্তা ফিরে আসার সুযোগ দিয়েছেন। অনেক মাছও দিয়েছেন।

তিনি আরও বলেন, ইলিশের বিভিন্ন রকমের আকার রয়েছে। তবে বেশির ভাগ বড় বড়। ফোনে যোগাযোগ করে সব মাছ মেঘনা ফিশিংয়ে বিক্রি করেছেন। এখানে ভালো দামও পেয়েছেন বলে জানান তিনি।

আরো পড়ুন: আগামী সপ্তাহে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নৌকার মালিক যোগাযোগ করলে চেয়ারম্যান ঘাটে আসতে বলা হয়। বিভিন্ন সাইজের মাছ রয়েছে। তবে বড় সাইজের ইলিশ বেশি। নিলামে দাম তুলতে তুলতে ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল বলেন, মেঘনা নদীতে মাছ না থাকলেও সাগরে আছে। তবে বৃষ্টি হওয়ায় নদীতেও মাছ পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা শুরু হবে আগামী ৭ অক্টোবর থেকে। তার আগে প্রচুর মাছ ধরা পড়বে।

শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬