পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলে এরকম মিছিল করতেন?

২৮ মার্চ ২০২১, ১০:১২ PM
আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন © ফাইল ফটো

১৯৭১ সালের ২৬ মার্চও ছিল শুক্রবার। পবিত্র জুম্মার দিন। আগের রাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল পাক হানাদার বাহিনী। পরের দিন জুম্মার নামাজের পর সারাদেশের মসজিদ থেকে পাক হানাদার বাহিনীর পক্ষে “শান্তি মিছিল (!)” বের করে ছিল তাদের দোসর আলবদর, রাজাকারও আল শামস। তখন তাদের পক্ষেও ছিল কিছু বাম সংগঠন। যারা বলেছিল, মুক্তিযুদ্ধ হচ্ছে দুই কুকুরের লড়াই।

আজ স্বাধীনতার ৫০ বছর পর সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের উত্তরসূরিরা। একদিকে বাবুনগরী ও মামুনুলদের হেফাজত, অন্যদিকে আনু মুহাম্মদ ও জুনায়েদ সাকি সাহেবদের গণ সংহতি আন্দোলন। ইতিহাসের নির্মম শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই গোষ্ঠীও নেয়নি। এক গ্রুপ মসজিদকে বেছে নিয়েছে, আর এক গ্রুপ সমর্থক হিসাবে টিভি টকশো, বক্তৃতা ও বিবৃতিকে বেছে নিয়েছে।

মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম নতুন কিছু নয়। অনেক পুরানো সংগ্রাম। এই সংগ্রাম দেশের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। কিছু তথাকথিত সুশীল মনা পান্ডিত্য জাহির করতে গিয়ে প্রায়ই বলেন, আমরা নাকি কথায় কথায় ৭১ টেনে আনি। কথা সত্য। আমরা ৭১ ধরে রাখি। মুক্তিযুদ্ধকে ধারণ করি। কারণ আমরা আমাদের জন্মকে অস্বীকার করার মতো মানসিকতা অর্জন করতে পারিনি। জন্ম পরিচয়কে ধারণ করেই সামনে এগিয়ে যেতে চাই।

খুব জানতে ইচ্ছে করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিলে কি আপনারা এই রকম আতর সুগন্ধি মেখে মসজিদ থেকে জঙ্গি মিছিল নিয়ে বের হতেন? [ফেসবুক থেকে সংগৃহীত]

ভর্তির শর্ত–২ হাজার টাকার বই কেনা, বিশ্ববিদ্যালয়টিতে ২৬ বছর…
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনের ছুটিতে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে  বাস উল্টে নিহত ২
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াতকে ‘বন্ধু’ বানাতে চায় যুক্তরাষ্ট্র, কূটনীতিকের অডিও …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বর্ধিত সাদা দ…
  • ২২ জানুয়ারি ২০২৬
৮ম পে কমিশনের প্রতিবেদন জমার কত মাস পর গেজেট হয়েছিল? 
  • ২২ জানুয়ারি ২০২৬