ভালোবাসা ভালোবাসে, ভালোবাসাকে ভালোবাসতে

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM

© টিডিসি ফটো

ভালোবাসা একটি সুখের ছোঁয়া যে সবার হৃদয়ে থাকে। ভালোবাসার মানে রঙিন পাখির পাখায় সবুজ প্রশ্ন। ভালোবাসা মানে আমি তোমাকে অসংখ্যবার অসংখ্যভাবে ভালবেসেছি। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।

আজ প্রিয়জনকে হৃদয়ের কথা বলার দিন। আপনজনকে ভালোবাসার দিন। কারণ আজ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। বছরজুড়ে ভালোবাসা চললেও দিনটি যেন একটু বেশি করেই ভালোবাসার। এদিনে নিজের ভালোবাসার মানুষকে প্রপোজ করা, বিভিন্ন উপহারের পাশাপাশি লাল গোলাপ দেওয়া, তাকে নিয়ে ঘুরতে বের হওয়াসহ নানা কর্মকাণ্ডে মেতে ওঠেন তরুণ-তরুণীরা। পুরুষরা লাল পাঞ্জাবি আর নারীরা লাল-সাদা শাড়ি বা অন্য পোশাক পরে বেরিয়ে পড়েন দিনটিকে বিশেষভাবে উদযাপনের জন্য।

ভালোবাসা নিয়ে অজস্র কবিতা আর গান সুরে-বেসুরে শোনানো হবে প্রিয়জনকে। প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে অনেকেই রচনা করবে নিজেদের ভবিষ্যত। হয়তো এদিনেই বিভেদ ভুলে মিলন হবে দুই বন্ধুর। কেউবা অণুপ্রাণিত হবে সৃষ্টির প্রতি ভালোবাসায়। এদিনে চকোলেট, পারফিউম, বই ইত্যাদি প্রিয়জনকে উপহার দেওয়া হয়।

ভালোলাগা থেকে ভালোবাসা, না ভালোবাসা থেকে ভালোলাগা এ নিয়ে মতপার্থক্য থাকলেও ভালোবাসার গভীরতম উপলব্ধি নিয়ে কোন বিতর্ক নেই। যদিও বলা হয় ভালোবাসার কোনো ঘড়ি নেই, নির্দিষ্ট কোনও দিন বা তারিখ নেই। সপ্তাহের সাত দিন এবং বছরের ৩৬৫ দিনই ভালোবাসার দিন। তবু ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা প্রকাশের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়। যে কারণে এ দিনটিকেই ভালোবাসা প্রকাশের দিবস হিসেবে নেওয়া হয়েছে।

তরুণ-তরুণীরা এদিন ভালোবাসার রঙে হৃদয়কে রাঙিয়ে তোলেন। মনের যত না বলা কথা, সব যেন ছড়িয়ে পড়ে ভালোবাসার সুরে। পরস্পর ভালোবাসা নিবেদনের মাধ্যমে প্রকাশ করে লুকিয়ে থাকা সব অনুভূতি। ভালোবাসা দিবসের সুন্দর এই মুহূর্ত আর গল্পগুলো জায়গা করে নেয় তাদের হৃদয়ের মেমোরিতে। প্রিয় মানুষের সঙ্গে দিনটি উপভোগ করে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রিয়জনকে জানান আপনার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কাছের। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয় সারা জীবনের। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে পাঠান এই বিশেষ মেসেজ।

* শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে...অনেকটা ভালোবাসি তোমায়।   
* কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।
*অনেক ভালোবাসি তোমায়, এভাবেই পাশে থেকো।  
তবে ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছা শুধু প্রেমিক- প্রেমিকাই নয়, প্রযোজ্য বাবা-মা- ভাইবোন, বন্ধু সকলের ক্ষেত্রেই।

এই দিনটাতে কিছু রোমান্টিক মুহুর্তও দেখা যায়, টিপটা ঠিক কপালের মাঝে পরেনি। ঠিক করে দিচ্ছেন প্রেমিক। আবার শাড়ির গোছা টেনে সমান করে দিতেও দেখা গেছে। উষ্কখুষ্ক চুল নিয়েই বেরিয়ে পড়েছে ছেলেটা। মেয়েটা চুল ঠিক করে দিচ্ছে। অনেককে দেখা গেলো খানিকটা আড্ডা দিয়ে প্রিয়জনের হাত ধরে বইমেলায় ঘুরতে। বইও উপহার দেওয়াও যে প্রেমের বহিঃপ্রকাশ তা এখানেই ফুটে উঠেছে।

কিছু প্রেমিক তার প্রেমিকার মানঅভিমান ভাঙাতে  বলতে দেখা যায়, তুমি সুন্দর তাই চেয়ে আছি সে কি মোর অপরাধ? 

আবার পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন সিঙ্গেল কমিটি। তাদের বক্তব্য হলো একটা ছেলে বা একটা মেয়ে একাধিক জনের সাথে প্রেম কেন করবে? সে কারনেই অনেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন তারা। এখন ডিএসএলার থাকলেই প্রেম করা যায়। কেন? প্রেম করতে হবে মন দেখে। এক সংগ্রামী সিঙ্গেল সিদ্দিক ফারুক বলেন, আমার কাছে প্রেম সবসময় পবিত্র। ভালবাসা এক অন্য জগৎ। এই দিনে অন্তত ভালবাসার সঠিক বন্টন হোক। পুঁজিবাদী প্রেমকে না বলে পবিত্র প্রেমকে হ্যা বলুন।

ক্যাম্পাস ঘিরে ছিল, প্রেমিকার লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে হাত ভর্তি লাল চুড়ির রিনিঝিনি শব্দ। সেই রিনিঝিনি ছন্দ যেন আন্দোলিত করছে লাল অথবা সফেদ পাঞ্জাবি পরা প্রেমিকদের হৃদয়। অনেককে আবার মিষ্টান্ন বানিয়ে আনতেও দেখা যায়। প্রেমিক খাচ্ছে আর প্রেমিকা মুগ্ধ হয়ে দেখছে। প্রেমের গল্প-আড্ডায় সেলফিও বাদ যাবে কেন?

বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার অনেক আগে থেকেই স্বরাষ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪ হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9