রাত ৮টায় পাওয়া যাবে মেডিকেল ভর্তির ফল

১৫ অক্টোবর ২০১৯, ০৫:৪২ PM

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে ৮টার আগে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট কিংবা টেলিটক মোবাইলফোনে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে না।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ৮৮২ ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১।

এ বছর সরকারি ৩৬টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৮১টিসহ ১০৬টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০ হাজার ৩৪৯টি।

অন্য বছর ফলাফল প্রকাশের সময় সরকারি মেডিকেল কলেজে কতজন সুযোগ পেলেন আর কতজন অপেক্ষমাণ তালিকায় রইলেন তা সুনির্দিষ্ট করে বলে দেয়া হলেও এবার তা করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চূড়ান্ত ফলাফল এখনও তৈরিই হয়নি। এখনও জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্তদের তালিকা তৈরি হচ্ছে। ফলে রাত ৮টার আগে শিক্ষার্থীরা জানতে পারবেন না কে কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল। চূড়ান্ত তালিকা প্রণয়নের পর তা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ক্লিক করে রেজাল্ট জানতে পারবেন। এছাড়া টেলিটকের মাধ্যমেও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানতে পারবেন। এছাড়া সুযোগপ্রাপ্তদের কাছে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, রাত ৮টার দিকে চূড়ান্ত ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬