চিকিৎসা শিক্ষার পরিচালকের নামে ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্কতা অধিদপ্তরের

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের নামে ফেসবুকে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জানিয়ে করে সতর্ক করে দিয়েছে অধিদপ্তর। ওই সময়ে তিনি সাভারে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন।

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১২ মার্চ সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) পরিচালক (চিকিৎসা শিক্ষা) নামে জারিকৃত একটি ভুয়া বিজ্ঞপ্তি নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে। আমি গত ১২ মার্চ পরিদর্শন কার্যে ঢাকার বাইরে সাভারে অবস্থান করছিলাম।

আরো পড়ুন: রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে এক তৃতীয়াংশ আসন ফাঁকা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) শাখা থেকে এরুপ কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি জানিয়ে বলা হয়েছে, উক্ত ভুয়া বিজ্ঞপ্তিতে ব্যবহৃত স্মারক অত্র শাখার ২ মার্চ জারিকৃত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত স্মারক নম্বর।


সর্বশেষ সংবাদ