রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে এক তৃতীয়াংশ আসন ফাঁকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ৭৩৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রথম পর্যায়ে ভর্তির পরও ৪৬২টি আসন ফাঁকা রয়েছে। 

ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবারের (২০ মার্চ) মধ্যে ব্যাংকের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। প্রথম পর্যায়ে ভর্তি শেষে অন্তত এক তৃতীয়াংশ আসনই ফাঁকা রয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপত ড. মো. রবিউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯ মার্চ উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। 

আরো পড়ুন: শিক্ষার্থীর গবেষণাপত্র নিজের নামে প্রকাশের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ২০ মার্চের মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর রুয়েট আবার এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। 

এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক  ও কম্পিউটার কৌশল  অনুষদসমূহের অধীন  ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ