মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে না আজ

মেডিকেলে ভর্তি আবেদন শুরু হচ্ছে না আজ
মেডিকেলে ভর্তি আবেদন শুরু হচ্ছে না আজ  © ফাইল ফটো

সম্প্রতি চারটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ৪ দিন পিছিয়ে ৩১/০৮/২০১৮ তারিখ ধার্য করা হয়েছে। এর আগের সিদ্ধান্ত অনুসারে আজ ২৭/০৮/২০১৮ তারিখে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি সংক্রান্ত অনলাইন সফটওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের অনলাইন ভর্তি আবেদন ২৭/০৮/২০১৮ তারিখের পরিবর্তে ৩১/০৮/২০১৮ তারিখে দুপুর ১২টায় শুরু হবে।’ আবেদনের শেষ হবে ১৮/০৯/২০১৯ তারিখ রাত ১১.৫৯ মিনিটে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪। আগামী ৫ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞরিত তথ্য http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.mohfw.gov.bd  এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। তবে সবার জন্য জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ