ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের বকশিবাজার সড়ক অবরোধ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০ PM
বিক্ষোভ করছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা

বিক্ষোভ করছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শিক্ষার্থীদের আন্দোলনের ফের উত্তপ্ত হয়ে উঠেছে বকশিবাজার এলাকা। মাদ্রাসাটির আল্লামা কাশগরী হল প্রাঙ্গণে অধিদপ্তরের ভবন নির্মান সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বকশিবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ওই সড়কে সব যান চলাচল বন্ধ করে দেন তারা।

নিজস্ব জায়গায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা এর আগেও বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের আন্দোলনে সে সময় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে প্রশাসন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রায় চার একর জমি নিয়ে নির্মিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল এবং ক্যাম্পাসের নাম মাত্র দুটো ভবন ছাড়া সকল মাঠ এবং ভূমি ইতোমধ্যেই বেদখল হয়ে গিয়েছে।

সর্বশেষ হলের সীমানা প্রাচীর এর মধ্যে অবস্থিত প্রধান হল সুপার এবং সহকারি হল সুপারের বাসভবন ভেঙে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যেই হল সুপারের বাসভবনের উপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ব্যানার লাগানোর চেষ্টাও করা হয়েছে। শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদ করায় প্রশাসন তাদের ওপর চড়াও হয়েছে।

‘‘নিজ ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠানের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাঁধা দেওয়ায় ফলশ্রুতিতে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ও হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে এই নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা করছেন তারা।’’

ফাজিলের শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, বর্তমানে এ মাদ্রাসায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ একটি বিশ্ববিদ্যালয়ের সমমান শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পরও শিক্ষার্থীদের জন্য একটিমাত্র জরাজীর্ণ আবাসিক হল রয়েছে। যেখানে মাত্র ৩৫০ জন শিক্ষার্থীর ধারণ ক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, শরীর চর্চা কেন্দ্র, আধুনিক পাঠাগার, ছাত্র সংসদ কক্ষ, শিক্ষার্থীদের পাঠকক্ষ বলতে এসব কিছুই নেই। এমন জরাজীর্ণ অবস্থায় নিজ ক্যাম্পাসের উন্নয়ন না করে অন্য একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9