চড়ুইভাতির আগুনে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী মাকতুমা আক্তার।
তৃতীয় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী মাকতুমা আক্তার।  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে বাড়ির পাশে চড়ুইভাতি খেলার সময় চুলার আগুনে দ্বগ্ধ হয়ে মারা গেছেন মাদ্রাসা শিক্ষার্থী মাকতুমা আক্তার। আট বছর বয়সী মাকতুমা স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ছোট্ট শিশু মাকতুমা মারা যায়।

আরও পড়ুন: কলেজছাত্রের তৈরি প্রযুক্তিতে বেকায়দায় ইলোন মাস্ক

পরিবার সূত্রে জানা যায়, বাবা মনিরুজ্জামান মানিক একজন নির্বাচিত ইউপি সদস্য ও মা সূচনা আক্তার একজন গৃহিণী। তাদের তিন ছেলেমেয়ের মধ্যে মাকতুমা সবার ছোট সন্তান।

মাদ্রাসা শিক্ষার্থী মাকতুমার চাচা তাজমুল হক বলেন, মাকতুমা স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে মাকতুমা খেলার সাথীদের নিয়ে বাড়ির পাশে চড়ুই ভাতির খেলা করে।

আরও পড়ুন: ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ ঘোষণা

এতে খাবার রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন মাকতুমার গায়ের কাপড়ে লেগে যায়। এসময় তার এবং অন্যান্য শিশুদের চিৎকার ও কান্নাকাটিতে সবাই ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে মাকতুমার মৃত্যু হয়।

এদিকে, মাকতুমার বাবা সদ্য সমাপ্ত তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় পরিবারে যে খুশির আমেজ ছিল তা পাল্টে গেছে। তার মৃত্যুতে এখন পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence