মাদ্রাসায়ও পাঠ করতে হবে নতুন শপথ

০৩ জানুয়ারি ২০২২, ১০:৩৬ PM

© ফাইল ছবি

স্কুল-কলেজের মতো মাদ্রাসায়ও নতুন শপথ পাঠ করার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব কাইজার মোহাম্মদ ফারাবির সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথ পাঠ করতে হবে।

কওমি মাদ্রাসায় এই শপথ বাক্য পাঠ করা হবে কি না এমন প্রশ্নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে নতুন শপথবাক্য পাঠ করার নির্দেশনা দেয়া হয়েছে। এর বাইরে আমার বলার কিছু নেই।’

আরও পড়ুনঃ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে যে শপথবাক্য পাঠ করতে হবে-

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’ 

গত ২৮ ডিসেম্বর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠের ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সরকারি-বেসরকারি স্কুলে ৮ লাখ আসন ফাঁকা, শূন্য আসনে ভর্তিতে …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সিলেটের ব্যাটিং অর্ডারে আবারও রদবদল, নেপথ্যে কী?
  • ০৮ জানুয়ারি ২০২৬
৩৬৩ আইফোন ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিক গ্রেফতার
  • ০৮ জানুয়ারি ২০২৬
ম্যাচসেরা হয়েও আক্ষেপে পুড়ছেন জয়
  • ০৮ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ১৮ জানুয়ারি
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে বাম ও ছাত্রশক্তি প্যানেলের কেউ জয় পাননি
  • ০৮ জানুয়ারি ২০২৬