মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ PM
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১১ ডিসেম্বরের পর থেকে থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের নভেম্বর/২০২৫ মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে আজ হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১০৪।
এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীগণ আগামী ১১ নভেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে নভেম্বর মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
বিজ্ঞপ্তি দেখুন এখানে